Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
"সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ এক জন আটক"
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক ৫০০ (পাঁচশত)গ্রাম গাঁজা সহ এক জনকে  আটক করা হয়।  অদ্য ৩১/১২/২০২৪ তারিখ  ১৪:৩০ ঘটিকায় জগন্নাথপুর থানাধীন তেলিকোনা রাস্তা গ্রামস্থ মো:আজিজুর রহমান(৫৫) এর নিজ দখলীয় পূর্ব দুয়ারি টিনের ঘরে বসা অবস্থায় আসামীকে গ্রেপ্তার করা হয়। মো: আজিজুর রহমান(৫৫) (গ্রেপ্তার) পিতা: মৃত- এলাহী বক্স মাতা:মৃত - ছালাতুন বিবি    সাং:তেলিকোনা,ওয়ার্ড নং-০১, ইউপি/কলকলিয়া। থানা:জগন্নাথপুর। জেলা: সুনামগঞ্জ। আসামীর বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক জনাব আদনান আরিফ রিফাত বাদী হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দাখিল করেন। স্বাক্ষরিত:/ আদনান আরিফ রিফাত উপ-পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা কার্যালয়, সুনামগঞ্জ। ০১৮৮১৩৯৮৯১০

Images
Attachments
Publish Date
31/12/2024
Archieve Date
31/08/2028

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের গুগল ম্যাপ