মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক ৫০০ (পাঁচশত)গ্রাম গাঁজা সহ এক জনকে আটক করা হয়। অদ্য ৩১/১২/২০২৪ তারিখ ১৪:৩০ ঘটিকায় জগন্নাথপুর থানাধীন তেলিকোনা রাস্তা গ্রামস্থ মো:আজিজুর রহমান(৫৫) এর নিজ দখলীয় পূর্ব দুয়ারি টিনের ঘরে বসা অবস্থায় আসামীকে গ্রেপ্তার করা হয়। মো: আজিজুর রহমান(৫৫) (গ্রেপ্তার) পিতা: মৃত- এলাহী বক্স মাতা:মৃত - ছালাতুন বিবি সাং:তেলিকোনা,ওয়ার্ড নং-০১, ইউপি/কলকলিয়া। থানা:জগন্নাথপুর। জেলা: সুনামগঞ্জ। আসামীর বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক জনাব আদনান আরিফ রিফাত বাদী হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দাখিল করেন। স্বাক্ষরিত:/ আদনান আরিফ রিফাত উপ-পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা কার্যালয়, সুনামগঞ্জ। ০১৮৮১৩৯৮৯১০
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের গুগল ম্যাপ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস