মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৯৯০ সালে প্রতিষ্ঠা হয়। ঐ সময় সিলেটে উপ-পরিচালকের কার্যালয়ও চালু হয়। অতীতে সিলেট বিভাগ ছিল উপ-পরিচালকের নিয়ন্ত্রণে। ২০১৫ সালের ০৮ জুন আমাদের অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো পুনর্গঠিত হওয়ায় গত ১৯/১০/২০১৫ তারিখে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সুনামগঞ্জ প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি অতিরিক্ত পরিচালক, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সিলেট এবং উপপরিচালক, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেটও প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের লাইসেন্স, পারমিট, পাস প্রদান, মাদক শুল্ক আদায়সহ মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম, মাদকবিরোধী অভিযান পরিচালনা ও বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে লাইসেন্স প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস